চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍্যাব কর্মকর্তার নাম মোতালেব, তিনি র‍্যাবে ডিএডি (ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর) পদমর্যাদায় কর্মরত ছিলেন।

আজ সন্ধ্যার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় আরও কয়েকজন র‍্যাব সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। পাশাপাশি দুর্বৃত্তদের হাতে র‍্যাবের অন্তত তিন সদস্য জিম্মি রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।

নিষিদ্ধ নগরী’ জঙ্গল সলিমপুর
জানা যায়, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় গত প্রায় চার দশক ধরে পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে কয়েক হাজার অবৈধ বসতি। এসব অবৈধ দখল ও প্লট বাণিজ্য টিকিয়ে রাখতে সেখানে গড়ে তোলা হয়েছে একটি দুর্ধর্ষ সশস্ত্র বাহিনী।
এলাকাটিকে বর্তমানে স্থানীয়ভাবে একটি ‘নিষিদ্ধ নগরী’ হিসেবে চিহ্নিত করা হয়। এখানে বসবাসের জন্য রয়েছে বিশেষ পরিচয়পত্র ব্যবস্থা। বহিরাগত তো দূরের কথা, এমনকি পুলিশ বা জেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রবেশাধিকারও কঠোরভাবে নিয়ন্ত্রিত বলে অভিযোগ রয়েছে।

বারবার হামলার শিকার আইনশৃঙ্খলা বাহিনী
এর আগেও একাধিকবার এই এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভয়াবহ হামলার শিকার হয়েছে। সন্ত্রাসীদের সুসংগঠিত প্রতিরোধের কারণে কার্যকর অভিযান পরিচালনা বারবার বাধাগ্রস্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

নেপথ্যে ‘আলীনগর বহুমুখী সমিতি’
এই অপরাধ সাম্রাজ্যের নেপথ্যে ‘আলীনগর বহুমুখী সমিতি’ নামের একটি সংগঠন সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে। সমিতির চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিন মিয়া বর্তমানে একটি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় তার এই অবৈধ সাম্রাজ্য টিকিয়ে রেখেছেন বলে স্থানীয়দের অভিযোগ।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।