নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযানে ৫২০০ (পাঁচ হাজার দুই শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইব্রাহিম হোসেন-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মাহবুব আলম-এর নেতৃত্বে এসআই (নিঃ) এস এম আব্দুল আজিজ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযানটি পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ০২টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন নবীগঞ্জ রেল লাইনের পূর্ব পাশে হাজী মোসলেহ উদ্দিন মার্কেটস্থ মেসার্স মিজানুর রহমান এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে নিজের নাম মোঃ মনির হোসেন (৩৮) বলে জানান। তিনি বন্দর থানাধীন নবীগঞ্জ মোড়ের পূর্ব পাশ এলাকার বাসিন্দা। তার পিতার নাম আঃ মালেক এবং মাতার নাম মৃত মনোয়ারা বেগম।
পরে গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ৫২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।