নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের অন্তর্গত পলখান সাকিনস্থ নিঝুম পল্লি রিসোর্ট চত্বরের দক্ষিণ পার্শ্বে রূপগঞ্জ হতে কালীগঞ্জগামী হাইওয়ে রাস্তার ওপর সংঘটিত ক্লুলেস অজ্ঞাতনামা যুবক হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পিবিআই নারায়ণগঞ্জ জেলা।
গত সোমবার (১২ জানুয়ারি) সংঘটিত ওই হত্যাকাণ্ডের ঘটনার মাত্র ০৩ (তিন) দিনের মধ্যে পিবিআই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত রহস্য উন্মোচন করতে সক্ষম হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত ০১ (এক) জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পিবিআই সূত্রে জানা যায়, ঘটনাটি শুরুতে সম্পূর্ণ ক্লুলেস থাকলেও ধারাবাহিক তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়।
পরবর্তীতে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পিবিআই।
আইনশৃঙ্খলা বাহিনীর এই দ্রুত ও কার্যকর অভিযানে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।