নরসিংদী মডেল থানা এলাকা থেকে নিজ বৃদ্ধ মাকে হত্যার অভিযোগে ছেলে মোশারফ হোসেন (৪৪) কে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
র্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টা ১৫ মিনিটে নরসিংদী জেলার নরসিংদী মডেল থানাধীন দড়ি নবিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ১২ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে নরসিংদী সদর থানাধীন দড়ি নবিপুর এলাকায় নিজ বাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোশারফ হোসেন তার বৃদ্ধ মাকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত আসামি মো. মোশারফ হোসেন (৪৪), পিতা—মৃত ইউসুফ, সাং—দড়ি নবিপুর, থানা—নরসিংদী মডেল, জেলা—নরসিংদী।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী জেলার পলাশ থানায় হস্তান্তর করা হয়েছে।