রামু থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে।
রামু থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে রামু থানাধীন রশিদনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মোঃ আবদুল্লাহকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
রামু থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।