নারায়ণগঞ্জে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার (১৪ জানুয়ারী) বিকেলে ফতুল্লা উপজেলার বক্তাবলী এলাকায় কানাইনগর ছোবহানীয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্রশাসক ইয়াসির আরাফাত রুবেল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করার সুযোগ পাবে। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট প্রদানের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারের পথে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। জনগণের সক্রিয় উপস্থিতিই গণতন্ত্রের মূল ভিত্তি।

উদ্বুদ্ধকরণ সভায় বিশেষ অতিথি ও উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের সচিব তারেক আজিজ, অফিস সহকারী নুর মোহাম্মদ, ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

এছাড়াও সভায় বিএনপি, জামায়াত ও এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।