মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল অর্জন করেছে বাংলাদেশ। গত ১৬ ডিসেম্বর রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ার, তেজগাঁওয়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমধর্মী ফ্রি-ফল প্যারাশুট জাম্প।
সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ ঐতিহাসিক অভিযানে অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সশস্ত্র বাহিনীর ৫৩ জন প্রশিক্ষিত প্যারাট্রুপার। সর্বমোট ৫৪ জন প্যারাট্রুপার একযোগে ৫৪টি জাতীয় পতাকা বহন করে সফলভাবে ফ্রি-ফল প্যারাশুট জাম্প সম্পন্ন করেন।
এই ব্যতিক্রমী কীর্তির মাধ্যমে বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃক “Most Flags Flown Simultaneously While Skydiving (Parachute Jump)” ক্যাটাগরিতে আনুষ্ঠানিকভাবে বিশ্বরেকর্ডধারী ও অফিসিয়াল টাইটেল হোল্ডার হিসেবে স্বীকৃতি লাভ করে। এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক পতাকা বহন করে একযোগে প্যারাশুট জাম্পের ক্ষেত্রে এটি একটি অনন্য আন্তর্জাতিক দৃষ্টান্ত।
বিশ্বমঞ্চে মহান বিজয় দিবসকে স্মরণীয় করে তোলার এই ঐতিহাসিক উদ্যোগে বাংলাদেশের অকুতোভয় সশস্ত্র বাহিনীর সদস্যরা আবারও প্রমাণ করেছেন তাঁদের পেশাদারিত্ব, সাহস ও দেশপ্রেম।
এই ঐতিহাসিক অর্জনের জন্য বাংলাদেশ নৌবাহিনীসহ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পুরো দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
সূত্র: আইএসপিআর।