নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জের ধরে রায়হান (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১২ জানুয়ারী) রাত আনুমানিক ৮টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় সড়কের ওপর প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হামলার পর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহত রায়হান ফতুল্লার গলাচিপা এলাকার বাসিন্দা মেছের আলীর ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন।
নিহতের মেজো ভাই সাব্বির অভিযোগ করে জানান, প্রায় এক মাস আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মাদক ব্যবসায়ী রাজ্জাকের সঙ্গে রায়হানের ঝগড়া হয়। ওই ঘটনার একপর্যায়ে রাজ্জাক রায়হানের পায়ে ছুরিকাঘাত করে। সেই ঘটনার জের ধরেই রায়হানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা। তিনি দাবি করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে রাজ্জাক জড়িত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।