কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের বড় হাবিবপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ জানুয়ারি) র্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে টেকনাফ থেকে শাহপরীর দ্বীপগামী একটি সন্দেহভাজন সিএনজি অটোরিক্সা চেকপোস্টের সামনে এলে র্যাব সদস্যরা সেটিকে থামানোর সংকেত দেয়। এ সময় সিএনজি চালক সাইফুল ইসলাম (২১) কে আটক করা হয়। পরবর্তীতে তার দেখানো মতে, উপস্থিত স্বাক্ষীদের সামনে সিএনজি অটোরিক্সার পেছনের যাত্রী বসার স্থানের মালামাল রাখার জায়গা থেকে একটি লাল-সাদা রঙের পুরাতন কার্টুন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কার্টুনের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ১০টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ৫০০টি নীল রঙের বায়ুরোধক জিপারযুক্ত পলি প্যাকেট ছিল। প্রতিটি পলি প্যাকেটে ২০০টি করে ইয়াবা ট্যাবলেট থাকায় মোট উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা দাঁড়ায় ১,০০,০০০ (এক লক্ষ) পিস।
এছাড়াও অভিযানে একটি বাটন মোবাইল ফোন, বাংলাদেশি মুদ্রা ১ হাজার টাকার একটি নোট এবং একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি সাইফুল ইসলাম (২১), পিতা- নাজির হোসেন, মাতা- মরিয়ম বেগম। তার বাড়ি উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাতাবাড়ী (হাঙ্গরঘোনা) এলাকায়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।