নাগরিক সংগঠন-জনউদ্যোগের আয়োজনে সাইবার বুলিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে অবলম্বনের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে আলোচক ছিলেন মানবাধিকার কর্মী অঞ্জলি রানী দেবী, নারী নেত্রী নাজমা বেগম, সাঁওতাল নেত্রী সুরভী মারডি, সরস্বতী মালপাহাড়ী, রকি শেখ, মাহাবুব মুকুল প্রমুখ। বক্তারা বলেন ব্যক্তিগত তথ্য, নিজস্ব বিশ্বাস কিংবা স্পর্শকাতর ঘটনা ইত্যাদি ব্যবহার করে কাউকে হেনস্থা, বিব্রত বা অপমানিত করাকে বুলিং বলে। আর মোবাইল ফোন, কম্পিউটার এবং ট্যাবলেটের মতো ডিজিটাল ডিভাইসের সাহায্যে যদি বুলিং সংঘটিত হয়, তখন তাকে আমরা সাইবার বুলিং বলি।

ছোট বড় সকল বয়সী মানুষে ওপর সাইবার বুলিং নেতিবাচক প্রভাব ফেলে। সহপাঠীদের দ্বারা সাইবার বুলিং এর শিকার হয়ে শিশু শিক্ষার্থীরা যেমন স্কুলে যেতে চায় না ঠিক তেমনি ভাবে প্রাপ্ত বয়স্করাও যদি কর্মস্থলে তাদের সহকর্মীদের দ্বারা সাইবার বুলিং এর শিকার হন তাদেরও কাজের প্রতি অনীহার সৃষ্টি হয়। এই সাইবার বুলিং বন্ধে সকলকে সজাগ হওয়ার আহবান জানান বক্তারা।