নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণতান্ত্রিক সংগ্রামে আপোষহীন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর ২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিকদল, নারায়ণগঞ্জ জেলা (রেজি: নং-বি- ২০৭৫) -এর উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদি ১০ তলা এলাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মোহাম্মদ বাবু মিয়া এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সিদ্ধিরগঞ্জ থানা সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন মল্লিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটো রিক্সা শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি ভিপি রুহুল আমিন মুন্সি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের খাজা। অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিকদল, সিদ্ধিরগঞ্জ থানা।
মিলাদ ও দোয়া মাহফিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটো রিক্সা শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি ভিপি রুহুল আমিন মুন্সি বলেন,মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক ও আপোষহীন নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার আদর্শ অনুসরণ করেই সকলকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যেতে হবে।বিশেষ অতিথি মোহাম্মদ আবুল খায়ের খাজা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বলেন,মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রের প্রতি অবিচল প্রতিশ্রুতি ও সংগ্রামের ধারা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। তার দেখানো পথে এগিয়ে গিয়ে দেশ ও জনতার কল্যাণে আমাদের অঙ্গীকার শক্ত রাখতে হবে। আমরা সকলে মিলিতভাবে তার আত্মার শান্তি কামনা করছি।
নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন মল্লিক বলেন,মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন শুধু একটি রাজনৈতিক নেত্রী নয়, তিনি দেশের গণতন্ত্র ও শ্রমিকদের অধিকার রক্ষার এক অমলিন দৃষ্টান্ত। তার আদর্শ ও সংগ্রাম আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা সকলে তার আত্মার শান্তি কামনায় একত্রিত হয়ে প্রার্থনা করেছি এবং দেশের কল্যাণে আমাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করব। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্ত পরিবেশে মিলাদ ও দোয়া মাহফিলটি সম্পন্ন হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।