তীব্র শীতের প্রভাব মোকাবিলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) মধ্যরাতে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ০২ নং রেলগেইট এলাকায় দরিদ্র, অসহায় ও বয়স্ক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মোট ২০০ (দুইশত) টি কম্বল বিতরণ করা হয়। তীব্র শীতের মধ্যে কম্বল পেয়ে অসহায় মানুষগুলো অত্যন্ত আনন্দিত হন এবং মানবিক এই উদ্যোগের জন্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কম্বল বিতরণ কার্যক্রমে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পুলিশের এই মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।