কক্সবাজারের টেকনাফে র্যাবের অভিযানে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৫ কক্সবাজার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। টেকনাফ-টু-কক্সবাজারগামী মেরিন ড্রাইভ সড়কের পাশে পানের বরজের ভেতর মাটির নিচে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়।
উপস্থিত সাক্ষীদের সামনে আসামির দেওয়া তথ্যমতে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট ৫০০টি বায়ুরোধক জিপারযুক্ত পলি প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ২০০টি করে ইয়াবা থাকায় মোট উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ দাঁড়ায় ১,০০,০০০ পিস।
এ সময় ইয়াবার পাশাপাশি একটি Oppo ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানে মোহাম্মদ হাকিম (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বাড়ি বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।