চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি (দক্ষিণ) বিভাগের টিম–০১ এর বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি মাইক্রোবাসসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে সিএমপি’র কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সাদা রঙের মাইক্রোবাস তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতার হন মাইক্রোবাস চালক মিজানুর রহমান (৩০)। তিনি মোজাম্মেল হকের ছেলে এবং ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ খোদাইবাড়ী এলাকার বাসিন্দা। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি পুরাতন সাদা রঙের মাইক্রোবাস (রেজিঃ চট্ট মেট্রো-চ-১১-৩৪৫৭) ও বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো কক্সবাজারের রামু এলাকা থেকে জনৈক মোঃ রহমত উল্লাহ (৩২) তার গাড়িতে তুলে দেন এবং চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাজখালী এলাকায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবির অভিযানিক দল একই রাতে বাকলিয়া থানাধীন রাজখালী এলাকায় অভিযান পরিচালনা করে রহমত উল্লাহ (৩২) কে গ্রেফতার করে। তিনি জাকের আহমদের ছেলে এবং রামু থানাধীন চাকমারকুল ইউনিয়নের বাসিন্দা।

ডিবি জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।