চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র‍্যাব-৫ এর অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের নুনগোলা ভটভটি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভটভটি স্ট্যান্ডে টুটুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৪৭ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ শাহীন (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার কসবা উজিরপুর গোলাবাড়ী স্টেশন এলাকার বাসিন্দা এবং মৃত কুসুমুদ্দিনের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো অবৈধ মাদকদ্রব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।