সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।

মহানগর বিএনপির নেতা মাসুদুজ্জামানের উদ্যোগে শনিবার বিকেলে নগরীর বরফকল মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথিসহ দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকসুদুর আলম খন্দকার খোরশেদ, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু প্রমুখ।

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।