নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশের অভিযানে ৩ (তিন) কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর দিকনির্দেশনায় সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ ওয়ালি উল্লাহ, এসআই (নিঃ) মোঃ শামীম রেজা ও এসআই (নিঃ) মোঃ গাজী মাহতাব উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানটি পরিচালিত হয় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী কলোনীর পানির ট্যাংকি সংলগ্ন রমজানের বাড়ির সামনে পাকা রাস্তায়। এ সময় ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—১. সাহাব উদ্দিন (৫০), পিতা—মৃত আব্দুল কাইয়ুম, মাতা—মৃত ছাইরুন নেছা;২. সাদ্দাম (২৭), পিতা—মোঃ আজগর, মাতা—নুরাইচা;৩. সোহেল রানা (৩২), পিতা—শামীম।

তারা সকলেই সুমিলপাড়া বিহারী ক্যাম্প, থানা—সিদ্ধিরগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জের বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

পুলিশ তাদের হেফাজত থেকে মোট ৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।