ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র ও জোটভুক্ত প্রার্থীদের উপস্থিতিতে জেলা রিটার্নিং অফিসে ছিল ব্যাপক কর্মচাঞ্চল্য।

আজ শেষ দিনে নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. শাহ আলম মনোনয়নপত্র জমা দেন। একই দিনে নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের আহ্বায়ক মোহাম্মদ আলীও সংশ্লিষ্ট আসনে মনোনয়নপত্র জমা দেন। ইসলামি আন্দোলন বাংলাদেশ থেকে নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী গোলাম মসি মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপি জোটের প্রার্থী হিসেবে জেলা উলামায়ের জমিয়তে ইসলামীর সভাপতি মুফতি মনির হোসেন কাশেমীও মনোনয়নপত্র জমা দেন।

সকল প্রার্থীই জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রায়হান কবিরের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় প্রার্থীদের সমর্থক ও নেতাকর্মীদের উপস্থিতিতে রিটার্নিং অফিস প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সকল মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।