আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার–৩ (সদর–রামু–ঈদগাঁও) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফর রহমান কাজল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা শেষে উপস্থিত নেতাকর্মীরা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে ধানের শীষের বিজয় সময়ের দাবি। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে কক্সবাজার–৩ আসনে বিএনপি প্রার্থী বিপুল ভোটে বিজয় অর্জন করবেন।

এ সময় লুৎফর রহমান কাজল বলেন, “আমি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছি। ইনশাআল্লাহ, জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে।”

মনোনয়ন জমাকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রার্থীকে শুভেচ্ছা জানান।