কুমিল্লা-০১ (দাউদকান্দি–মেঘনা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় তিনি দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন। পরে একই দিন দুপুর ২টায় মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছেও মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন জমাদানকালে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং গণতান্ত্রিক পরিবেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন।

উল্লেখ্য, কুমিল্লা-০১ আসনটি দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে।