নারায়ণগঞ্জের ফতুল্লা থানা পুলিশের অভিযানে থানা কার্যালয়ের সামনে থেকে ১০৩ পুড়িয়া গাঁজাসহ ৪ জন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নান-এর নির্দেশনায় এসআই মোঃ রফিক ও এসআই মোঃ শামীম-এর নেতৃত্বে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, সস্তাপুর সাকিনস্থ নারায়ণগঞ্জ-ঢাকা মহাসড়কে কর অফিসের সামনে সিঙ্গার শোরুমের উত্তর পাশে পাকা রাস্তার ওপর গাঁজা পুড়িয়া আকারে বিক্রিরত অবস্থায় ৪ জন মাদক বিক্রেতাকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ১০৩ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক বিক্রেতারা হলেন—১। তারেক (২৫), পিতা: খলিল, মাতা: রোকেয়া বেগম, সাং: ইসদাইর (রসুলবাগ), থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ (ভাসমান)। ২। সাগর (২৬), পিতা: জুনায়েদ, মাতা: আলেয়া, সাং: ইসদাইর, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ (ভাসমান), দেলোয়ার (৩০), পিতা: মান্নান, মাতা: মাসুদা, সাং: পূর্ব ইসদাইর (রসুলবাগ), থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ (ভাসমান) এবং সোহরাব (২৬), পিতা: নুর ইসলাম, মাতা: নাসিমা, সাং: সস্তাপুর (গোডাউন পট্টি, যাত্রামাঠ), থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ (ভাসমান)।

পুলিশ আরও জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে পূর্বেও একাধিকবার মাদক সংশ্লিষ্ট অভিযোগে মামলা রয়েছে এবং এর আগেও তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ফতুল্লা থানা পুলিশ।