বগুড়া জেলার ধুনট থানায় কর্মরত ও সেরা পুলিশ অফিসার পদকপ্রাপ্ত এসআই মোস্তাফিজ রহমান বর্তমানে একটি কথিত মিথ্যা অভিযোগের কারণে চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, সুমনা তাসনীম নামের এক নারী ব্যক্তিগত স্বার্থ ও প্রতিহিংসা থেকে এসআই মোস্তাফিজ রহমানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সুমনা তাসনীম দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত এবং এর আগেও তিনি একাধিক সম্মানিত ব্যক্তিকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করেছেন।

বিশেষ করে, স্থানীয় একটি কলেজের একজন সম্মানিত অধ্যাপককে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ হলে তার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আনা হয়। পরবর্তীতে ওই মামলায় সুমনা তাসনীম পরাজিত হন। এমন একাধিক অভিযোগ তার বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এসআই মুস্তাফিজার বলেন সাম্প্রতিক সময়ে ধুনট থানায় দায়েরকৃত একটি অভিযোগের তদন্ত প্রতিবেদন আমি নিজে প্রস্তুত করি, এই প্রতিবেদন প্রস্তুত করার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সুমনা তাসনীম।

অভিযোগ রয়েছে, এরপর থেকেই তিনি স্থানীয় কিছু স্বার্থান্বেষী ব্যক্তি ও কয়েকজন প্রভাবশালী সহায়তায় এসআই মোস্তাফিজের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

আরও জানা যায়, এসআই মোস্তাফিজ রহমান পুলিশ প্রশাসনে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে একাধিক সফল অভিযান পরিচালিত হয়েছে এবং সততা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ‘সেরা পুলিশ অফিসার’ পদকে ভূষিত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের দায়িত্বশীল ও নীতিবান কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা শুধু একজন কর্মকর্তাকেই নয়, বরং দেশের পুরো পুলিশ প্রশাসনের নৈতিক ভিত্তিকেই দুর্বল করে দিতে পারে।