ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী এবং ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শহীদ ওসমান হাদির হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন এবং বলেন, এই হত্যাকাণ্ড জাতির বিবেককে নাড়া দিয়েছে। তারা অভিযোগ করেন, ওসমান হাদি হত্যার এক সপ্তাহ পার হলেও এখনো হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
বক্তারা আরও বলেন, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে শহীদ ওসমান হাদির আদর্শ অনুসরণ করতে হবে এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করতে হবে।
মিছিল শেষে শাহবাগের হাদি চত্বরে অবস্থান নেয় বিক্ষোভকারীরা।