খ্রিস্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব “বড়দিন” উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গীর্জা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

আজ ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বড়দিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির-এর সঙ্গে তিনি জেলার বিভিন্ন গীর্জা পরিদর্শন করেন। এসময় খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বড়দিনের শুভেচ্ছা জানান।
-
পুলিশ সুপার তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন—সারা বিশ্বের খ্রিস্টধর্মাবলম্বীরা ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে ‘ক্রিসমাস ডে’ উদযাপন করে থাকেন। নারায়ণগঞ্জ জেলার খ্রিস্টান সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বড়দিন উপলক্ষে জেলার সব গীর্জা ও আশপাশের এলাকায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”

অতিথিদের সাথে নিয়ে বড় দিনের কেক কাটছেন। ছবি: দৈনিক অগ্নিশিখা
এসময় আরও উপস্থিত ছিলেন—তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি।
বড়দিনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানানো হয়।