নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় চাঞ্চল্যকর কিশোরী আলিফা আক্তার রোযামনি (১৩) হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল ওরফে বাদশা (২৯) কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
নিহত আলিফা আক্তার রোযামনি দড়ি সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। গত ২১ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ বিকাল আনুমানিক ৪টার দিকে খেলাধুলার উদ্দেশ্যে বাসা থেকে বের হলেও সে আর ফিরে আসেনি। পরদিন ২২ ডিসেম্বর ভোরে দেলোয়ার হোসেনের বসতবাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে বন্দর থানার এসআই (নিঃ) মোঃ ইদ্রিস আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল ভিক্টোরিয়া হাসপাতাল, নারায়ণগঞ্জে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের মা পারভিন আক্তার বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-২৪, তারিখ-২৩ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের তত্ত্বাবধানে তদন্ত কার্যক্রম শুরু হয়। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর বিকাল আনুমানিক ৪টা ১৫ মিনিটে দড়ি সোনাকান্দা এলাকা থেকে মামলার মূল আসামি ফয়সাল ওরফে বাদশাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যমতে তার পিতার নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে নিহতের ব্যবহৃত এক জোড়া জুতা উদ্ধার করা হয়, যা বাদী শনাক্ত করেন। পরে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হত্যাকাণ্ডের পেছনের অন্যান্য দিক খতিয়ে দেখছে পুলিশ।