চব্বিশের জুলাই আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী মো. মহিবুল হকের ওপর হামলার প্রেক্ষাপটে তার নিরাপত্তা নিশ্চিতে তিন মাসের জন্য একজন অস্ত্রধারী পুলিশ সদস্য নিয়োগের নির্দেশ দেয়া হয়েছে।

এ মামলার শুনানিতে প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ ট্রাইব্যুনালকে গতকাল বলেন, চট্টগ্রামের লোহাগড়ায় মহিবুল হকের ওপর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। বর্তমানে তিনি লোহাগড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগী ট্রাইব্যুনালে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। তার নিরাপত্তা দেওয়া প্রয়োজন।

এরপর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ চানখাঁরপুল এলাকায় শহীদ মোহাম্মদ ইশমামুল হকের বড় ভাই মামলার সাক্ষী মো. মহিবুল হকের নিরাপত্তা নিশ্চিতে তিন মাসের জন্য একজন অস্ত্রধারী পুলিশ সদস্য নিয়োগের নির্দেশ দেন।

চট্টগ্রামের লোহাগড়ায় গত শুক্রবার মহিবুল হকের ওপর হামলার ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা হয়েছে।