নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার ঘটনায় পলাতক আসামির দুই অস্ত্রধারী ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নানের দিকনির্দেশনায় থানা পুলিশের একটি আভিযানিক দল সোমবার (২২ ডিসেম্বর) রাতে অভিযান পরিচালনা করে জামতলা এলাকার ধোপাপট্টি থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—১) মোঃ বজলুর রহমান (৫৫), পিতা—মৃত আঃ কৃদ্দুস, মাতা—মৃত সেতারা বেগম, সাং—নিউ চাষাড়া, থানা—ফতুল্লা, জেলা—নারায়ণগঞ্জ। ২) ইমতিয়াজ আহম্মেদ রাফি (২৯), পিতা—বজলুর রহমান, মাতা—মৃত শামিমা রহমান, সাং—নিউ চাষাড়া, থানা—ফতুল্লা, জেলা—নারায়ণগঞ্জ।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলার পলাতক আসামি আজমেরী ওসমানের অস্ত্রধারী ক্যাডার হিসেবে পরিচিত। এছাড়াও তাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।