রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যমানের বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল রোববার (২১ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে র্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপির শেরে বাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় অভিযানে আনুমানিক ১৭ লাখ ৮১ হাজার ৪০০ টাকা মূল্যমানের ৫ হাজার ৯৩৮ পিস ইয়াবাসহ মোঃ সাইদ (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইদের পিতা মৃত নিজাম উদ্দিন (নৈমুদ্দিন)। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন খোকসাবাড়ী এলাকায়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব কৌশলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।
র্যাব আরও জানায়, মোঃ সাইদের বিরুদ্ধে পূর্বে ডিএমপি ঢাকার শাহআলী থানায় এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং মডেল থানায় দুটি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য তাকে শেরে বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ জানায়, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ বিষফোঁড়া, যা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতিতে বিশ্বাসী র্যাব ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রাখবে।