“অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২” কার্যক্রমের আওতায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে মোট ১৬ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্র জানায়, সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা, সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর থানা, রূপগঞ্জ থানা ও আড়াইহাজার থানার পৃথক অভিযানে এসব আসামিকে গ্রেফতার সম্পন্ন হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে একই দিনে জেলার সাতটি থানার উদ্যোগে পরিচালিত সাতটি চেকপোস্টের মাধ্যমে ৩১৯টি যানবাহন ও ৩৪৭টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১৪টি প্রসিকিউশন দাখিল এবং ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।