নারায়ণগঞ্জের সদর উপজেলার ধলেশ্বরী নদীতে বক্তাবলি এলাকায় ফেরি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকসহ কয়েকটি যান নদীতে পড়ে যাওয়ার পর উদ্ধার অভিযানে নেমেছে নৌ-পুলিশ।
নারায়ণগঞ্জ ফতুল্লার বক্তাবলি এলাকায় ধলেশ্বরী নদীতে একটি ফেরিতে থাকা ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা,একটি রিকশা ভ্যান ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ট্রাকসহ নদীতে পড়ে যায়। এ ঘটনায় স্বাধীন নামে একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির সন্ধানে নৌ-পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে।
শনিবার রাত সাড়ে নয়টার দিকে বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে বক্তাবলী ঘাট থেকে ছেড়ে আসা একটি ফেরি নরসিংপুর ঘাটের দিকে যাচ্ছিল। ফেরিটি মাঝ নদীতে অবস্থানকালে এতে থাকা একটি ট্রাক হঠাৎ নিজেই স্টার্ট নেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশা ভ্যানকে ধাক্কা দেয়। ধাক্কায় ফেরির রেলিং ভেঙ্গে ট্রাকসহ এসব যান নদীতে পড়ে যায়।ঘটনার পর কয়েকজন যাত্রী ও যানচালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রিকশা ভ্যানের চালক স্বাধীন নিখোঁজ রয়েছে।
এ বিষয়ে বক্তাবলি নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক রকিবুজ্জামান বলেন, ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ নিজেই স্টার্ট নিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে সামনে থাকা দুটি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশা ভ্যানকে ধাক্কা দিয়ে ফেরির রেলিং ভেঙ্গে ট্রাকসহ নদীতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে একজন রিকশা ভ্যানচালক নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। আরও কেউ নিখোঁজ আছে কি না, তা যাচাই করা হচ্ছে। খবরপেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।