দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের দুই দফা দাবির একটি দফাও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেছে সংগঠনটি।
ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, দাবিগুলো উপস্থাপনের পরও স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে কোনো ব্যাখ্যা দেননি। পাশাপাশি সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং সেসব সংস্থা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারী চরদের গ্রেপ্তারের দাবিও বাস্তবায়ন হয়নি।
সংগঠনটির অভিযোগ, অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে, যা জনগণের অনুভূতির প্রতি চরম অবহেলা।
এই প্রেক্ষাপটে আগামীর কর্মসূচি ও দাবিসমূহ তুলে ধরতে ইনকিলাব মঞ্চ একটি সংবাদ সম্মেলন আহ্বান করেছে। একই সঙ্গে আজ দুপুর ২টা এবং বিকাল ৩টায় শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।