নাইক্ষ্যংছড়ি (১১) বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্ত এলাকায় সংঘটিত ল্যান্ড মাইন বিস্ফোরণের কারণ অনুসন্ধান ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি)–এর একটি সাংবাদিক দল সীমান্ত এলাকা পরিদর্শন করেছে।
ঢাকা থেকে আগত এএফপির সাংবাদিক সাবিহা আলমসহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল গতকাল আনুমানিক সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সীমান্তে সরেজমিন তথ্য সংগ্রহ করেন। প্রতিনিধি দলটি নাইক্ষ্যংছড়ি (১১) বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ৪৫ নম্বর পিলারসংলগ্ন জামছড়ি ক্যাম্প থেকে ৪৭ নম্বর পিলারসংলগ্ন জারুলিয়া ছড়ি ক্যাম্প পর্যন্ত সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে সাংবাদিক দলটি সীমান্ত এলাকায় সংঘটিত ল্যান্ড মাইন বিস্ফোরণের সম্ভাব্য কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। পরে তারা আশারতলী পুরাতন ক্যাম্পের সামনে বসবাসরত সেইসব স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেন, যারা পূর্বে মাইন বিস্ফোরণের ঘটনায় হাত-পা ও শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো সময়জুড়ে (১১) বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. আল আমিন–এর নেতৃত্বে কঠোর প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই সাংবাদিক দলটি শান্তিপূর্ণভাবে সীমান্ত এলাকা পর্যবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করে।
পরিদর্শন শেষে এএফপির সাংবাদিক দল নাইক্ষ্যংছড়ি সদরস্থ (১১) বিজিবি ব্যাটালিয়নে ফিরে যান।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি (১১) বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কফিল উদ্দিন কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।