“অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২” কার্যক্রমের আওতায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন থানা এলাকা থেকে মোট ১৫ জন ফ্যাসিস্টকে গ্রেফতার করেছে।

জেলা পুলিশ সূত্র জানায়, সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, রূপগঞ্জ ও আড়াইহাজার থানার পৃথক অভিযানে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—সদর মডেল থানা পুলিশ:

মোঃ আব্দুর নূর ভূইয়া (৩৪), হাজী মোঃ হুমায়ুন ওরফে মুরাদ (৫৬), মোঃ ইমরান (৩৮)।

ফতুল্লা মডেল থানা পুলিশ: আব্দুস সালাম খন্দকার সেলিম (৪৮), মিজানুর রহমান মিজান (৬০), মোঃ তাহের আলী (৫৪)। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ: মোঃ আমির হোসেন (৪৫), মোঃ মোক্তার হোসেন। বন্দর থানা পুলিশ: মোঃ নাজমুল (২৫), মোঃ শাওন (২৮)। রূপগঞ্জ থানা পুলিশ: বাপ্পী সিকদার (২১)। আড়াইহাজার থানা পুলিশ:মোঃ শফিকুল ইসলাম, জাকারিয়া জাকির (৪৫), মোঃ তৈয়বুর রহমান (৩৭), মোঃ জালাল হোসেন (৩৭)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকলকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে একই দিনে জেলার সাতটি থানায় স্থাপিত সাতটি চেকপোস্টে পরিচালিত অভিযানে মোট ৩২১টি যানবাহন ও ৩৯১টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১৭টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে এবং ২৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে।

জেলা পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান জোরদার করা হবে।