নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আশিক ও আরিয়ান নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ঠাসেরগাঁ ইটখোলার একটি পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু রাজধানীর হাজারীবাগ ঝাউলাঠি চৌরাস্তা এলাকার বাসিন্দা। তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মী খলিল মিয়ার ছেলে।

নিহতদের মামাতো ভাই রোহান ও মাহিন জানান, দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে আসে আশিক ও আরিয়ান। বিকেলে বেটমিন্টন খেলার পর শরীরে বালু লাগায় তারা তিনজন পুকুরে গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানায় আশিক ও আরিয়ান পানিতে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে রোহান বাড়িতে গিয়ে জানালে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয়রা পুকুর থেকে আরিয়ানের মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে রাত আটটার দিকে আশিকের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।