পুলিশ সুপার, কক্সবাজার ও জেলা প্রশাসক, কক্সবাজারের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার ঘটনায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঘটনাটি ঘটে গত ৯ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে। প্রতারক চক্রটি ০১৮৬৪৯০১৭৬৫ নম্বর মোবাইল ব্যবহার করে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে পুলিশ সুপার, কক্সবাজারের ছবি সংযুক্ত করে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দেয়। তারা কক্সবাজার সদর মডেল থানাধীন কলাতলী রোডস্থ হোটেল নিরিবিলি অর্কিডে অবস্থানরত আব্দুল্লাহ আল আমিনকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।

পরে ভুক্তভোগীকে ডাচ-বাংলা ব্যাংক হিসাব নম্বর- ২৪৬১৫৮০০১০০২৭ এ টাকা পাঠাতে বলা হলে ভয়ে তিনি উক্ত হিসাবে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জমা দেন। পরবর্তীতে বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়কে অবহিত করলে নিশ্চিত হওয়া যায় যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।

ঘটনাটি জানার পরপরই পুলিশ সুপার, কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশকে বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। জেলা গোয়েন্দা পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে নিরীহ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎসহ নানা অপরাধে জড়িত।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মিল্টন দে বিপিএম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর- ২৮, তারিখ- ১৪/১২/২০২৫ ইং; মামলা রুজু হয় দণ্ডবিধির ৪১৯/৪২০/৪০৬/৩৮৫/৩৮৬/৩৪ ধারায়। মামলার তদন্তভার অর্পণ করা হয় জেলা গোয়েন্দা শাখার এসআই রঞ্জন বিশ্বাসের ওপর।

তদন্তে তথ্যপ্রযুক্তি ও দালিলিক প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের আভিযানিক দল ঢাকা ও কুমিল্লায় অভিযান চালিয়ে গত ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ—

সাগর আহম্মেদ (২৮) — ঢাকা, বাড্ডা, মোঃ হুমায়ন কবির (৪৪) কুমিল্লা, চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করে।

এছাড়াও একই অপরাধে জড়িত প্রতারক চক্রের আরেক সদস্য মোঃ দ্বীন ইসলাম-কে নারায়ণগঞ্জ জেলা পুলিশ গত ১১ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ আড়াইহাজার এলাকা থেকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।