আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মেঘনাবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেঘনা উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা হুসাইন মোহাম্মদ মহসিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের গৌরব, অহংকার ও প্রেরণার উৎস। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন।
”তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। হুসাইন মোহাম্মদ মহসিন আরও বলেন, “বিজয় দিবস আমাদের ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত হওয়ার দিন।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।”দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে তিনি বলেন, “আসুন, মহান বিজয় দিবসে আমরা সবাই বিভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার শপথ গ্রহণ করি।
”এসময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দাউদকান্দি-মেঘনার মাটি ও মানুষের নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির উত্তরোত্তর উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।