ফতুল্লা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নানের দিকনির্দেশনায় এসআই মোঃ মিলন ফকির সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার (১৪ ডিসেম্বর) ফতুল্লা মডেল থানাধীন কর কমিশনারের কার্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় গাঁজা পুড়িয়া আকারে বিক্রয়ের সময় একজন ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ কামাল হোসেন (পিতা: মৃত হাসান আলী, মাতা: মৃত রেজিয়া) বলে স্বীকার করেন। তার বাড়ি আনন্দনগর, বুড়ির বাজার, ইসদাইর এলাকায় এবং তিনি ফতুল্লা থানার বাসিন্দা বলে জানা যায়।
পুলিশ তার হেফাজত থেকে ৩৮ (আটত্রিশ) পুড়িয়া গাঁজা উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।