আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা মোতাবেক অপরাধ দমন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক যেকোন নাশকতা মূলক কর্মকান্ড দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন্স) তারেক আল মেহেদী মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে জেলার ৭ টি থানার গুরুত্বপূর্ণ স্থানে একযোগে ০৭ টি চেকপোস্টে নিরবিচ্ছিন্নভাবে তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে।

অবৈধ অস্ত্র ও গোলাবারুদ, থানা-ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারের জন্য এই বিশেষ চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত ৪৮ ঘন্টায় ৩৮০ টি মোটরসাইকেল ও ৪৫৮ টি বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে (ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস, রুট পারমিট ইত্যাদি) ৪৪ টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

সাধারণ জনগণের মনে শঙ্কা দূরীকরণ এবং নির্বাচনে মনোনয়নপ্রাপ্তদের নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করতে জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ।