ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল। সন্ধ্যায় চাষাঢ়া, মিশনপাড়া ও প্রেসক্লাব সামনে পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে ইসলামী ছাত্র শিবির, এনসিপি, গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের নেতা কর্মীরা।
ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশে এনসিপির নেতৃবৃন্দ ওসমান হাদীকে গুলি করা শ্যুটারদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এর দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারী দেন তারা। সমাবেশ শেষে গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের নেতা কর্মীরা মশাল মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।