কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তুলাতুলী এলাকায় র্যাব-১৫ এর পৃথক অভিযানে এক লক্ষ (১,০০,০০০) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে— টেকনাফ সদর ইউনিয়নের তুলাতুলী সাকিনস্থ ঢাকাইয়া বিল্ডিংয়ের পশ্চিম পাশে টেকনাফ-টু-কক্সবাজারগামী মেরিন ড্রাইভ সড়কে মাদক কারবারীরা বিপুল পরিমাণ ইয়াবা পাচারের প্রস্তুতি নিচ্ছে। পরে চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে ১,০০,০০০ পিস ইয়াবা, একটি বাটন মোবাইল ফোনসহ দুই ব্যক্তিকে আটক করে।
আটককৃতদের পরিচয় : মোহাম্মদ আলী (৩৪)পিতা: মৃত জালাল আহমেদ প্রঃ জলল
- ঠিকানা: লেংগুর বিল, তুলাতুলী, ৩ নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি, টেকনাফ, কক্সবাজার। ২. মোঃ ইলিয়াছ (২৯),(রোহিঙ্গা),পিতা: মৃত বাবু মিয়া,ঠিকানা: কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-বি/১, এফসিএন-৫০২৩২০;বর্তমান ঠিকানা: তুলাতুলী (নূর বশর এর বাড়ী), ৩ নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি, টেকনাফ, কক্সবাজার।
র্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।