কক্সবাজারে আলোচিত শরীফ হত্যাকাণ্ডের প্রধান আসামি আব্দুল করিম র‌্যাব-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে গ্রেফতার

কক্সবাজার সদর থানাধীন পি.এম. খালী ইউনিয়নের আলোচিত শরীফ হত্যা মামলার প্রধান আসামি ও মূল হোতা আব্দুল করিম (৩৫)–কে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ আভিযানিক দল গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) তথ্য-প্রযুক্তির সহায়তায় পটুয়াখালী সদর থানাধীন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখে পি.এম. খালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর নয়াপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে ভিকটিম মো. শরীফ প্র. ধলুর বসতভিটায় অনধিকার প্রবেশ করে আসামিরা হামলা চালায়। এ সময় ১নং আসামি আব্দুল করিম অবৈধ পিস্তল দিয়ে শরীফকে গুলি করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার পর ২ ডিসেম্বর ভিকটিমের স্ত্রী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিরা ঘটনার পর সুকৌশলে বিভিন্ন স্থানে আত্নগোপনে চলে যায়। র‌্যাব-১৫ মামলাটিতে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ দল পটুয়াখালী সদর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আব্দুল করিমকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর সাথে উদ্ধার হয় একটি ব্লু-ব্ল্যাক রঙের Vivo Y20 স্মার্টফোন,একটি মানিব্যাগ, নগদ ৬৩৫ টাকা

আসামির পরিচয়: আব্দুল করিম (৩৫),পিতা: আব্দু ছালাম
সাং: ছনখোলা উত্তর নয়াপাড়া, ২নং ওয়ার্ড, পি.এম. খালী ইউনিয়ন, সদর,কক্সবাজার। 

উল্লেখ্য, আব্দুল করিমের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।