মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে ১০০ পিস ইয়াবা, ৪৫ গ্রাম গাঁজা এবং একটি ইজিবাইকসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল ৩টা ৪৫ মিনিটে র্যাব-১০ এর একটি আভিযানিক দল শ্রীনগর থানাধীন কামারগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় এক হাজার টাকা মূল্যের ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মোঃ জসিম আলম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি বালুরচক এলাকার মৃত শেখ হাকিমের ছেলে। অভিযানে আসামির ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ জসিম আলমকে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
র্যাব-১০ আরও জানায়, মাদক সমাজের জন্য ভয়াবহ এক ব্যাধি যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।