- মায়ানমারে মোবাইল ফোন পাচারচক্রের ৪ সদস্য গ্রেফতার এবং ২৫টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজারের রামু উপজেলায় গর্জনীয়া পুলিশ ফাঁড়ির সফল অভিযানে মোবাইল ফোন পাচারকারীচক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে, গর্জনীয়া পুলিশ ফাঁড়ির একটি আভিযানিক দল নিয়মিত টহল ও তল্লাশিকালে সিএনজি যোগে মিয়ানমার সীমান্তগামী একটি সন্দেহজনক যানবাহন বড়বিল এলাকা থেকে আটক করে। পরে তল্লাশিতে মোবাইল ফোন পাচারের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে গাড়িতে থাকা চারজনকে আটক করা হয়।
- গ্রেফতারকৃতরা হলেন—১। মো: জুবাইর (২৩), পিতা-জাকের হোসেন, সাং— তুলাতলী, ৫নং ওয়ার্ড, দৌছড়ি ইউপি, থানা— নাইক্ষ্যংছড়ি, জেলা— বান্দরবান। ২। আব্দুর রহিম শাকিল(২১), পিতা— মো: ফজল করিম, সাং— তিতার পাড়া, ৩নং ওয়ার্ড। ৩। মো: এরশাদ (২১), পিতা— লাল মিয়া, সা— তিতার পাড়া, ৩নং ওয়ার্ড। ৪। মৃদুল দাশ (২২), পিতা— মৃত অনিল দাশ, সাং— দৌছড়ি হিন্দু পাড়া, ২নং ওয়ার্ড, কচ্ছপিয়া ইউপি, থানা— রামু, জেলা— কক্সবাজার।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে শুল্কফাঁকি দিয়ে চোরাই পথে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাচার করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রামু থানা পুলিশ।