গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমদ এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল,থানা অফিসার ইনচার্জ (তদন্ত) প্রশান্ত কুমার,সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান,সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু,একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন,পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা.শাহনাজ আক্তার।
শেষে পল্লীশ্রী হোপ প্রকল্পে তিনজনকে শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী এসময় উপস্থিত ছিলেন।