দীর্ঘদিনের সমস্যা গ্যাস সংকট নিরসনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শনিরআখড়া এলাকাবাসী।
আজ সকাল ১১টার দিকে শনিরআখড়া দনিয়া কলেজের সামনে শত শত নারী-পুরুষ সড়কে নেমে বিক্ষোভ ও স্লোগান প্রদান করেন। দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকট, রান্নায় ব্যবহৃত জ্বালানি সঙ্কট এবং বাড়তি বিলের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন।
অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীরা। অনেকেই বিকল্প পথ খুঁজে নিতে বাধ্য হন।
বিক্ষোভকারীরা জানান, প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা গ্যাস না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানায়।