গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার অনুমোদনহীন নিউ আল রাজি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার ০৭ ডিসেম্বর দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত শনিবার হাসপাতালে প্রসবজনিত কারণে এক নবজাতকের মৃত্যু ঘটে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালটিতে অভিযান পরিচালনা করা হলে কর্তৃপক্ষ হাসপাতাল পরিচালনার জন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯–এর ৪৫ ধারার বিধান অনুযায়ী হাসপাতালটিকে জরিমানা করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে সব কাগজপত্র হালনাগাদ করে স্বাস্থ্য বিভাগকে অবহিত করার মুচলেকাও দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।