নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন উপকূলে মায়ানমারে অবৈধভাবে সিমেন্ট পাচারের সময় ৩টি ইঞ্জিনচালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে শুক্রবার রাতে নৌবাহিনীর জাহাজ “প্রত্যাশা” বোটগুলোকে ধাওয়া করে আটক করে। বোটগুলোর নাম—এফবি আল্লাহর দান, এফবি আলাউদ্দিন-১ ও এফবি আলাউদ্দিন-২।

তল্লাশিতে ১,৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৮.৮ লাখ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট ৩০ জন মাঝিমল্লাকে আটক করা হয়েছে।

জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানায়, সমুদ্রসীমায় চোরাচালান, জলদস্যুতা ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত টহল কার্যক্রম চালানো হচ্ছে।