সাহাব উদ্দীন, বিশেষ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের নতুন পালপাড়া এলাকায় অবস্থিত সমীরকর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৫টার দিকে মার্কেটের হোসিয়ারি ও নিটিং কারখানায় আগুন লাগলে মুহূর্তেই তা বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি আরও জানান, মার্কেটের প্রায় ৩০টি হোসিয়ারি (মিনি) কারখানা ও বডি নিটিং দোকান পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।