নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের বন্দরে বাসযাত্রী এক কিশোরীকে গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত অন্যতম আসামি আল আমিনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
অভিযোগে জানা যায়, গত ২১ নভেম্বর সোনারগাঁ থেকে ঢাকার গেণ্ডারিয়া যাওয়ার পথে বাসের হেলপার রানা (৩২) কিশোরীর সঙ্গে সখ্যতা গড়ে তোলে। যাত্রাবাড়ী নামার কথা থাকলেও কথার ফাঁদে ফেলে মদনপুর এলাকায় নিয়ে যায়। সেখানে রানা ও তার সহযোগী আল আমিন (২৮) কিশোরীকে ধামগড় ইউনিয়নের চৌড়ারবাড়ি এলাকায় একটি বাড়িতে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে আরও একজন যোগ দিলে ২২ নভেম্বর রাত ১টা থেকে ২টার মধ্যে একে একে তারা ধর্ষণ করে।
ধর্ষণের পর সুযোগ পেয়ে কিশোরী পালিয়ে স্থানীয় আজহারুল ইসলামের বাড়িতে আশ্রয় নেয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় কিশোরীর বাবা বন্দর থানায় মামলা করেন। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
মামলার পর র্যাব-১১ গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৯টায় কুমিল্লার লাঙ্গলকোট বাজার এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ২ নম্বর আসামি আল আমিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।