কুমিল্লা প্রতিনিধিঃ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউছার হোসেনের উদ্যোগে কদমতলী মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ দাউদকান্দির কদমতলী মসজিদে পবিত্র জুম্মাহ’র সালাতের পূর্বে দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউছার আহমেদ।

সালাত শেষে বিশেষ মোনাজাতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং পূর্ণ রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। এ সময় কুমিল্লা ০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী (দাউদকান্দি-মেঘনার) গণমানুষের নেতা, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সফল রাজনৈতিক জীবনের জন্যও বিশেষভাবে দোয়া করা হয়।

এ সময় মুসল্লি, স্থানীয় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।